চোট থেকে দ্রুত সেরে উঠছেন নেইমার
স্পোর্টস ডেস্ক : গত ফেব্রুয়ারিতে পায়ের পাতার হাড় ভেঙে নেন নেইমার। অস্ত্রোপচারের পর বিশ্বকাপের আগে তাঁর সুস্থ হয়ে ওঠা নিয়ে দুশ্চিন্তায় ছিল ব্রাজিল। কিন্তু ব্রাজিল দলেরই ট্রেইনার জানিয়েছেন, নেইমারের শরীর প্রত্যাশার চেয়েও ভালো সাড়া দিচ্ছে।
পিএসজির হয়ে পায়ের পাতার হাড় ভেঙেছেন সেই ফেব্রুয়ারিতে। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলাই সংশয়ে পড়ে গিয়েছিল নেইমারের। তবে অস্ত্রোপচারের পর সে সংশয় অনেকটাই কেটে গিয়েছে। ব্রাজিল দলেরই ট্রেইনার জানিয়েছেন, নেইমার ‘প্রত্যাশার চেয়েও ভালো’ অবস্থায় আছেন।
রাশিয়া বিশ্বকাপ শুরু হতে আর ২১ দিন বাকি। ব্রাজিলেন ম্যাচ ১৭ জুন। এ সময়ে ব্রাজিল টিম ম্যানেজমেন্টকে সুখবরই দিলেন নেইমার। ট্রেনার মাহসেরেদিয়ান জানিয়েছেন, ‘তাঁর (নেইমার) মতো অ্যাথলেট কত দূর যেতে পারে তা আমরা জানি না। তবে এটা বলতে পারি, তাঁর উন্নতি প্রত্যাশার চেয়েও ভালো। আমরা তাঁর গতিটা ফেরানোর চেষ্টা করছি। এ ছাড়া রুটিন অনুযায়ীই তাঁর দেখাশোনা করা হচ্ছে।’
আরও : ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটসে স্পিকার হলেন আয়াছ মিয়া
ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমারের কণ্ঠেও আশাবাদ, ‘নেইমার ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন।’ চোট পাওয়ার পর এই লাসমারের ছুরির তলেই গিয়েছিলেন বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার। নেইমারকে নিয়ে লাসমার, ‘সে ধীরে ধীরে স্বাভাবিক চলাফেরায় ফিরছে। পরবর্তী পদক্ষেপ হবে দলের সঙ্গে অনুশীলন এবং ম্যাচ খেলা। তাঁকে স্বাভাবিক করতেই সবকিছু করা হচ্ছে।’
রিও ডি জেনিরোয় পাহাড়ের ওপরে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। রিও থেকে ৮০০ মিটার উঁচুতে অবস্থিত গ্রাঞ্জা অনুশীলন কেন্দ্রে তাঁবু খাটিয়েছেন তিতের শিষ্যরা। খেলোয়াড়দের যাতায়াতের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।