ঢাকায় ফিরলেন প্রিয়াঙ্কা
নিজস্ব প্রতিনিধি : কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি পরিদর্শনের চার দিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের শুভেচ্ছা দূত ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে নভো এয়ারের একটি বিমানে করে ঢাকায় ফিরেন তিনি।
গত সোমবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে সোমবার কক্সবাজার আসেন প্রিয়াঙ্কা।আজ সকাল পর্যন্ত উখিয়া টেকনাফের ১০টি ক্যাম্প ও সীমান্তের কাছের রোহিঙ্গা আগমনের ট্রানজিট পয়েন্ট পরিদর্শন করেন এই অভিনেত্রী। এ সময় রোহিঙ্গা নারী ও শিশুদের অবস্থা খুব কাছ থেকে দেখার চেষ্টা করেন তিনি।
আরও : ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটসে স্পিকার হলেন আয়াছ মিয়া
উখিয়ার কুতুপালং ক্যাম্প পরিদর্শন শেষে রোহিঙ্গা ক্যাম্প থেকে সরাসরি ফেসবুক লাইভে আসেন প্রিয়াঙ্কা। এ সময় বিশ্ববাসীর কাছে রোহিঙ্গা শিশুদের করুণ অবস্থা বর্ণনা একে একে তুলে ধরেন এই শুভেচ্ছাদূত।পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রোহিঙ্গাদের নিয়ে করা ভক্তদের প্রশ্নের জবাব দেন তিনি।
প্রিয়াঙ্কার ঢাকার ফেরার বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক টুটুল জানান,বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে আসার কারণে পুলিশের পক্ষ থেকে ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।