ট্রাক্সি চালানোর অনুমোদন পেল সৌদি নারীরা
সৌদি নারীরা ট্যাক্সি চালাতে পারবেন। আগামী জুন থেকে তারা গাড়ি চালানো শুরু করতে যাচ্ছেন। সৌদি ট্রাফিক বিভাগের পরিচালক মোহাম্মেদ আল-বাসামি বলেছেন, গাড়ি চালানোর জন্যে প্রয়োজনীয় সবধরনের অনুমোদন দেওয়া হয়েছে। ইতিমধ্যে ৫টি নারী ড্রাইভিং স্কুল অনুমোদন পেয়েছে। রিয়াদ সহ ৬টি শহরে তারা শাখা খুলেছে। আরো পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সৌদি নারীরা ড্রাইভিং লাইসেন্স পেতে শুরু করছেন। ট্রাফিক বিভাগের আওতায় প্রশিক্ষণ চলছে এবং সড়কেও প্রশাসনিক দায়িত্ব পালন করতে যাচ্ছেন দেশটির নারীরা। যে সব নারীর বিদেশি ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা সৌদি লাইসেন্স সংগ্রহ করতে পারবেন। মিডিল ইস্ট মনিটর