ফ্রান্সে প্রতিবন্ধীদের দিয়ে পরিচালিত প্রথম কফি শপ
ফ্রান্সে প্রতিবন্ধীদের পরিচালিত হয় একটি কফি শপ। এই দোকানের প্রায় সকল কর্মচারী প্রতিবন্ধী। যারা শিক্ষা ও জ্ঞানে পিছিয়ে আছে। জ’য়ক্স নামক ঐ চেইন কফি শপে খাবারের অর্ডার নেয়া, খাবার সার্ভ করা, পরিস্কার পরিচ্ছন্নতার কাজসহ প্রায় সকল কাজই করে থাকে এই প্রতিবন্ধী মানুষগুলো।
এখানে কর্মরত একজন নারী জানান, আগে মানুষের সামনে গিয়ে কথা বলতে খুব ভয় লাগতো, এখন আর কোনো জড়তা নেই। আমরা যারা এখানে কাজ করি তারা সবাই প্রতিবন্ধী এবং এখন আমরা ভালো আছি। আর এখানে খেতে আসা মানুষগুলোও আমাদের সাথে খুব ভালো আচরন করে।
এই ক্যাফের ম্যানেজার জানান, প্রথম দিকে একটু সমস্যা হলেও এখন তারা সবাই খুব ভালো কাজ করে। আসলে সমাজে এরা বেশ অবহেলিত এবং পিছিয়ে পড়া মানুষ। তাদেরকে সামাজিক ও অর্থনৈতিকভাবে সহযোগিতা করাই ছিলো আমাদের মূল উদ্দেশ্য। আমরা সবাই যদি তাদেরকে সহযোগিতা করি তবে সমাজে তারা আর বোঝা হয়ে থাকবে না। (নিউজ- বিবিসি)