বাঞ্ছারামপুরে সাপের কামড়ে নিহত ১
বাঞ্ছারামপুর প্রতিনিধি : ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দূর্গারামপুর গ্রামের মো.বেলাল মিয়ার স্ত্রী মালেকা বেগম(৫০) আজ সকাল ১০ টা সময়ে সাপের কামড়ে নিহত হয়েছে বলে নিশ্চিত করেন বাঞ্ছারামপুর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক। খোজ নিয়ে জানা যায় যে,মালেকা বেগম আজ সকাল ১০ টা সময়ে তার গরুর ঘাস কাটতে নদীরপাড়ে জমিতে যান। এমনি অবস্থায় তাকে গোখরা সাপ দংশন করে।
আরও : ব্রাহ্মণবড়িয়ায় বাক-বিতন্ডার জেরে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ
লোকজন তাকে সদর সরকারি হাসপাতালে নিয়ে অাসে ও তাকে রেফার করে ঢাকা মেডিকেল। তখান তাকে বাড়িতে নিয়ে আসার পর সাপুরে বেধে ও ওঝার মাধ্যমে বাচানোর চেষ্টা চালায়।পরে,অাজ মঙ্গলবার তাকে মৃত ঘোষনা করা হয়।