সেঞ্চুরি হাঁকালেন ক্রিস গেইল
স্পোর্টস ডেস্ক : আইপিএলের একাদশ আসরে সর্বপ্রথম সেঞ্চুরি এলো ক্রিস গেইলের ব্যাট থেকে। সানরাইজ হায়দরাবাদের বিপক্ষে ৫৮ বলে শতরান করেন গেইল।
তার ইনিংসে ছিল ১টি চার ও ১১টি ছয়ের মার। প্রীতি জিনটার কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে এটি গেইলের দ্বিতীয় ম্যাচ। গত ম্যাচে চেন্নাই সুপার কিংস’র বিপক্ষে অর্ধশতরানের ইনিংস খেলেন তিনি।