রোনালদোর গোলে হার এড়াল রিয়াল
স্পোর্টস ডেস্ক : আথলেতিক বিলবাওয়ের মাঠে গোলশূন্য ড্রয়ের পর ফিরতি পর্বে সান্তিয়াগো বের্নাবেউয়ে হারতেই বসেছিল জিনেদিন জিদানের দল। শেষ দিকে গোল করে দলকে ১ পয়েন্ট এনে দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো।
আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা লা লিগার এই ম্যাচে প্রথমার্ধে এগিয়ে যায় আথলেতিক। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে রোনালদোর গোলে ম্যাচ শেষ হয় ১-১ সমতায়।
বুধবার রাতে ম্যাচের প্রথম সুযোগটি তৈরি করে আথলেতিক। মিকেল সান হোসেকে ঠেকিয়ে দেন কেইলর নাভাস। দুই মিনিট পর দানি কারভাহালের ক্রসে রোনালদোর হেড ফিরে ক্রসবারে লেগে।
বের্নাবেউকে স্তব্ধ করে ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় বিলবাও। ইনিগো কর্দোবার ডিফেন্স চেরা পাস খুজে পায় ইনাকি উইলিয়ামসকে। এগিয়ে আসা গোলরক্ষক কেইলর নাভাসের ওপর দিয়ে বল জালে পাঠান তিনি।
ষোড়শ মিনিটে রোনালদোর শট ঠেকিয়ে ত্রাতা গোলরক্ষক কেপা রিসাবালাগা। দুই মিনিট পর ঝাঁপিয়ে কোনোমতে ঠেকান মার্সেলোর বুলেট গতির শট।
রিয়াল একের পর পর এক আক্রমণ গড়ার পর ২১তম মিনিটে ওপর দিয়ে মেরে সুযোগ হাতছাড়া করেন মার্কো আসেনসিও। চার মিনিট পর বিপজ্জনক জায়গায় বল পেলেও শট লক্ষ্য রাখতে পারেননি করিম বেনজেমা।
৩১তম মিনিটে টনি ক্রুসের ফ্রি-কিক ঠেকিয়ে আবার আথলেতিকের ত্রাতা কেপা। ছয় মিনিট পর দলকে সমতায় ফেরানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন রোনালদো। লুকাস ভাসকেসের পাসে পা ছোঁয়াতে পারেননি বলে।
৪৩তম মিনিটে আবার রিয়ালকে হতাশ করেন কেপা। ডান দিক থেকে আসেনসিও দুই ডিফেন্ডার কাটিয়ে শট নেন লক্ষ্যে। তবে ঝাঁপিয়ে দারুণ দক্ষতায় কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন তরুণ গোলরক্ষক।
ফরোয়ার্ডদের ব্যর্থতা আর কেপার দৃঢ়তায় নষ্ট হতে থাকে স্বাগতিকদের একের পর এক সুযোগ। তার সুবিধা নিয়ে দ্বিতীয়ার্ধে পাল্টা-আক্রমণে রিয়ালকে কাঁপিয়ে দেয় আথলেতিক।
৬৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার খুব কাছে ছিল অতিথিরা। সে সময়ে তিনবার বেঁচে যায় রিয়াল। অস্কার দে মার্কোসের ক্রসে পা ছোঁয়াতে পারেননি মার্তিনেস। বল পেয়ে জোরালো শট নেন ইনিগো। বুক দিয়ে ঠেকিয়ে দেন কারভাহাল। ফিরতি বলে রাউল গার্সিয়ার শট ফিরে ক্রসবারে লাগে।
শুরুর ধাক্কা সামাল দিয়ে ধীরে ধীরে চাপ বাড়ায় রিয়াল। তার সুফলও পায় ৮৭তম মিনিটে। লুকা মদ্রিচ নিচু শট নিয়েছিলেন, গোড়ালি দিয়ে বলের দিক পাল্টে জালে পাঠান রোনালদো। চলতি আসরে এটি পর্তুগিজ অধিনায়কের ২৪তম গোল।
এ জয়ে ৩৩ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে রিয়াল। দিনের অন্য ম্যাচে গেতাফের কাছে ২-১ গোলে হেরে যাওয়া ভালেন্সিয়া ৬৫ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে।
৮৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে আতলেতিকো মাদ্রিদ।