রবিবার, ২২শে এপ্রিল, ২০১৮ ইং ৯ই বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

আখাউড়ায় দিন ব্যাপী পুতুল নাচ প্রদর্শনী উদ্ধোধন

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মনবাড়িয়ার আখাউড়া উপজেলায় শিল্পকলা একাডেমীর ভবনে বৈশাখী উৎসব উদযাপনের ৬তম দিনে আজ বৃহস্পতিবার আখাউড়া প্রেসক্লাবের আয়োজেনে সকাল ১১টা থেকে দিন ব্যাপী ঐতিহ্যবাহী পুতুল নাচ প্রদর্শনী শুরু হয়েছে। লোকনাট্যের অন্যতম প্রতীক পুতুল নাচ প্রদর্শনী উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামসুজ্জামান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা (ভূমি) জেসমিন সুলতানা, প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক নুরন্নবী ভূইয়া, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, অধ্যাপক কামাল উদ্দিন প্রমুখ। ইউএনও তার বক্তব্যে বলেন লোকনাট্যের প্রাচীন মাধ্যম হলো পুতুল নাচ।

বৈশাখের বিভিন্ন উৎসবের মত গ্রামীন জনপদে পুতুল নাচের ব্যাপক চাহিদা রয়েছে। আর এই ব্রাহ্মনবাড়িয়াতেই প্রথম পুতুল নাচের প্রচলন শুরু হয়।

 

Print Friendly, PDF & Email