আফগানিস্তানের বিপক্ষে ভারতের ভেন্যু নিয়ে বাংলাদেশের আপত্তি
স্পোর্টস ডেস্ক : চলতি বছরের জুনেই আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। কিন্তু যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের মাটিতে এই সিরিজ হওয়ার কোনো সুযোগ নেই। তাছাড়া, বেশ কয়েকবছর ধরেই ভারতের মাটিকে ‘হোম ভেন্যু’ হিসেবে ব্যবহার করছে। সিরিজে সূচি এখনও চুড়ান্ত না হলেও ভেন্যু নিয়ে দুই দেশের বোর্ডের মধ্যে মতপার্থক্যের সৃষ্টি হয়েছে। আফগানিস্তান সিরিজটি ভারতের উত্তরাখন্ডের দেরাদুনে আয়োজন করতে চায়। এখানেই আপত্তি বিসিবির।
দেরাদুন ভারতের রাজধানী দিল্লি থেকে ২৫০ কিলোমিটার উত্তরে। হিমালয়ের কোলে এই ভেন্যু হওয়ায় কন্ডিশন হবে খেলার অনুপযোগী। তাছাড়া এই ভেন্যুতে ভ্রমণেও আছে নানান জটিলতা। আফগানিস্তান সিরিজ শেষেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে টাইগারা। ক্রিকেটের নবীন সদস্যদের বিপক্ষে সিরিজটি ক্যারিবীয় সফরের প্রস্তুতি হিসেবেই দেখছে বাংলাদেশ। কিন্তু বিরুদ্ধ কন্ডিশনে খেললে প্রস্তুতির কিছুই হবে না। তাই ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে বিসিবি।
আজ শুক্রবার গণমাধ্যমকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আফগানিস্তান সিরিজ ঠিক হয়ে গেছে। তাদের ভেন্যু ঠিক করতে বলেছি। সঙ্গে একটি বিকল্প ভেন্যুও রাখতে বলেছি। বিকল্প হিসেবে ব্যাঙ্গালুরুর কথা বলেছি। এটা হলে ভালো হয়। এখানে বিসিসিআইয়েরও ভূমিকা আছে। এই সিরিজের পরপরই আমাদের যেহেতু পূর্ণাঙ্গ সফরে ওয়েস্ট ইন্ডিজে যেতে হবে, খেলোয়াড়দের যাতায়াতের সুবিধা হয়, এমন ভেন্যু বিবেচনা করতে তাদের বলেছি।’
বিসিবি সভাপতি আরও জানিয়েছেন, দেরাদুনের বিকল্প হিসেবে শুধু ব্যাঙ্গালুরু নয়; কলকাতার ইডেন গার্ডনেও খেলতে রাজী আছে বাংলাদেশ। তার ভাষায়, ‘দেরাদুন ঠিক আছে। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে যাতায়াতে সুবিধা হয়, আমরা এমন ভেন্যুতে খেলতে চাচ্ছি। যদি ইডেন গার্ডেনে হয়, তাহলে আরও ভালো হয়। আমরা কথা বলছি। আশা করি বিসিসিআই আমাদের ব্যাপারটা বুঝবে এবং সহায়তা করবে।’