সোমবার, ১৬ই এপ্রিল, ২০১৮ ইং ৩রা বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

ছাত্রলীগ নেত্রী এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে এক ছাত্রীর পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি ইশরাত জাহান ইশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ ছাত্রলীগ। একইসঙ্গে তাকে স্বপদে পুনর্বহাল করেছে সংগঠনটি।

আজ শুক্রবার সকালে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সুফিয়া কামাল হলের নির্যাতনের ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল ছাত্রলীগ। ওই কমিটির রিপোর্টের ভিত্তিতে তাকে নির্দোষ দাবি করা হলে আজ আবার তাকে স্বপদে পুনর্বহাল করা হলো।

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রীর রগ কেটে দেওয়ার অভিযোগে তাকে বহিষ্কার করেছিল ছাত্রলীগ।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

পঞ্চম শ্রেণিতে এমসিকিউ’র পরিবর্তে সংক্ষিপ্ত প্রশ্ন

যা কখনোই ফেসবুকে পোস্ট করতে নেই

চাহিদামতো আসন না দিলে একক নির্বাচন : এরশাদ

রসুল (সা.)-এর অন্যতম মাজেজা শবে মেরাজ

অপহৃত হোটেল কর্মচারীকে হাত-পা বাঁধা অবস্থায় সাভার থেকে উদ্ধার

কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন ১৫ বছরের অনিশ!