ডিজাইন করা হচ্ছে দীপিকার বিয়ের গহনা
বিনোদন ডেস্ক : বছর শেষে বিয়ে করছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং এমনটাই শোনা যাচ্ছে। এ গুঞ্জন জোরদার হচ্ছে দুই পরিবারের বার বার গোপন সাক্ষাতে। কখনও দীপিকার সঙ্গে রণবীরের মা-বোনের শপিং। আবার কখনো দীপিকার পরিবারের সঙ্গে রণবীরের নৈশভোজ। যদিও দীপিকা-রণবীর এখনো নিজে থেকে কাউকে কিছু বলেননি।
এবার খবর বেরিয়েছে ‘হবু বরের’ সঙ্গে দেখা করে মুম্বাই থেকে সোজা বেঙ্গালুরু উড়ে গিয়েছেন দীপিকা। বিয়ের জন্য বিশেষ নকশায় গহনা বানাতে জন্য বেঙ্গালুরু গিয়েছেন তিনি। কিছুদিন আগেই মা ও বোনের সঙ্গে বেঙ্গালুরুর এক গহনার দোকানে দেখা গিয়েছিল দীপিকাকে। বেঙ্গালুরুতেই দীপিকারর পরিবার থাকে। সেখানে তার যাওয়ার কারণ নাকি মা-বাবা কে সঙ্গে নিয়ে গহনার ডিজাইন ঠিক করা।
গত তিন বছর ধরে দীপিকা একটি নামী জুয়েলারি ব্র্যান্ডের দূতিয়ালি করছেন। সে সংস্থাই দীপিকার জন্য বিশেষ গহনা বানাবে। দুই পরিবার পক্ষ থেকে তারিখ ঠিক না করা হলেও সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই যেকোনও একদিন বসবে বিয়ের আসর। তাই এত তাড়াহুড়ো।
রণবীর-দীপিকা বরাবরই চুপচাপ থেকেছেন নিজেদের সম্পর্ক নিয়ে। সুতরাং তারা যে গোপনেই বিয়ের সিদ্ধান্ত নেবেন, তা অনেকেই বলছেন। বছর শেষে রণবীর বা দীপিকা কেউই কোনও কাজ রাখেননি। খবর বেরিয়েছে, সুইজারল্যান্ডের জেনেভাতে চার হাত এক হবে। উপস্থিত থাকবে নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ কিছু বন্ধু-বান্ধব।
এ জাতীয় আরও খবর

লন্ডনে শুটিং শেষ করেই দৌড় দিয়েছি : দীপা

এবার ফারিয়ার নতুন চমক

লন্ডন থেকে শাকিব-শ্রাবন্তীর ভিডিও বার্তা

হলিউড ছবির ট্রেলারে উপেক্ষিত প্রিয়াঙ্কা (ভিডিও)

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার : পূর্ণাঙ্গ তালিকা
