সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটবর্তী এই শহরটির ভয়াবহ হামলায় আরো অন্তত ১হাজার মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইতোমধ্যেই আহতদের উদ্ধার করে জরুরি চিকিৎসা দেয়া হচ্ছে ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে উদ্ধার কাজে নিয়জিত হোয়াইট হেলমেট।
শনিবার স্থানীয় সময় ২০:২০টায় পূর্ব ঘৌতায় হামলাটি চালানো হয়েছিল তবে ঠিক কোন পক্ষ কি কারণে এমন প্রাণঘাতি হামলাটি চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে বিদ্রোহী ও মানবাধিকার সংগঠনগুলো দাবি করছে হামলাটি রাশিয়া চালিয়ে থাকতে পারে যদিও রাশিয়া সমর্থিত সিরিয়া সরকার বিদ্রোহীদের পাল্টা দোষারোপ করে অভিযোগ অস্বীকার করেছে।
উল্লেখ্য, গত শুক্রবারেই আরো একটি বিমান হামলায় অন্তত ৩২জন নিহত হয়েছিল। ভয়াবহ বিমান হামলাটিতে আরো বহু আহত হয়েছিল যা উদ্ধার অভিযান চলাকালিন প্রথম হামলা ছিল। এমন একটি বিমান হামলার মাত্র একদিন পরই প্রাণঘাতি দ্বিতীয় হামলাটি হল।
সিএনএন, বিএনও নিউজ