সোমবার, ৯ই এপ্রিল, ২০১৮ ইং ২৬শে চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

ভারতের ৩ মন্ত্রণালয়ের ওয়েব সাইট হ্যাক

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইটে হামলার পর স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়েও সাইবার হামলার শিকার হয়েছে।

সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢুকতে গিয়ে মূল পাতায় চীনা ভাষার বর্ণে সজ্জিত এক বার্তা দেখা যায়। অপর দুই মন্ত্রণালয়ের পাতায় ঢুকতে গেলে ‘লোডিং এরর’ বার্তা পাওয়া যায়।

এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সাইবার হামলা হয়। সাইবার হামলা শনাক্ত করার পর তারা ন্যাশনাল সাইবার সিকিউরিটি কোঅর্ডিনেটর গুলসান রাইয়ের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি এটাকে হার্ডওয়ার জটিলতা বলে মন্তব্য করেন। তিনি বলেন, স্টোরেজ নেটওয়ার্ক সিস্টেম ঠিকভাবে কাজ না করায় কয়েকটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ক্রটি দেখা গেছে খুব দ্রুতই তা ঠিক হয়ে যাবে। পরে অবশ্য প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারমন সাইবার হামলা হওয়ার কথা স্বীকার করে নেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার চীন ও পাকিস্তানকে লক্ষ্য করে ইতিহাসের সবথেকে বড় বিমান মহড়ার ঘোষণা দেয় ভারতীয় বিমান বাহিনী। চলতি মাসের ৮ তারিখে গগন শক্তি নামের ওই মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই ঘোষণার একদিনের মাথায় সাইবার আক্রমণের কবলে পড়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তবে এটাই ভারত সরকারের ওয়েবসাইটে সাইবার হামলার প্রথম ঘটনা নয়। গত বছরও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটও সাইবার হামলার শিকার হয়।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

ভালো ঘুমের ৭টি খাবার

গাজীপুরে হাসান, খুলনায় মঞ্জু বিএনপির মেয়র প্রার্থী

ঘর ভাঙলো ইমরান এইচ সরকারের

সরকারের আশ্বাসে আগামী ৭ মে পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন স্থগিত (ভিডিও)

ভারতের হিমাচলে বাড়ি ফেরার পথে শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ২৯

নাসায় মিলছে সূর্যে যাওয়ার টিকিট, আপনিও হতে পারেন যাত্রী!