বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টুয়েন্টি এ টুর্নামেন্টে বাংলাদেশি দু’তারকা ক্রিকেটার অংশ নিচ্ছে। যদিও তাদের ঠিকানা ভিন্ন দলে।
সাত বছরের সম্পর্ক ছিন্ন করে কলকাতা ছেড়ে এবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে নামবেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে ২০১৬ ও ২০১৭ সালে পরপর দু’মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেললেও এবার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামবেন বাংলাদেশের অন্যতম পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান।
এবারের আসরে মোট ৮টি দল খেলবে। দলগুলো হলো- মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), দিল্লী ডেয়ার ডেভিলস, কিংস ইলেভেন পাঞ্চাব, রয়্যাল চ্যালেঞ্চার ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস।