বিলাসবহুল গাড়িতে করে গরু চুরি!
অনলাইন ডেস্ক : চোরেরা হাঁস, মুরগি, গরু, ছাগল কত কিছুই না চুরি করে। তবে বিলাসবহুল গাড়িতে করে গরু চুরির ঘটনা কেউ কখনো শুনেছেন? এমনটাই ঘটনা ঘটেছে উজবেকিস্তানে। সেখানের সংঘবদ্ধ একদল চোর দামি গাড়িতে করে চুরি করেছে গরুর বাছুর।
চুরি করা বাছুর নিয়ে যাওয়ার সময় দুই চোরকে হাতেনাতে আটক করেছে দেশটির পুলিশ।
বিবিসির খবরে বলা হয়, গবাদি পশু চুরি বেড়ে যাওয়ায় আঞ্চলিক থানায় রিপোর্ট করে বুখারা অঞ্চলের গ্রামবাসীরা। পরে তাদের রিপোর্টের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তে তারা দুই সন্দেহভাজনকে শনাক্ত করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা তাদের ওপর থেকে সন্দেহ এড়ানোর জন্য ম্যালিবু শেভ্রোলেটের গাড়িতে করে ভেড়া, গরু এবং ষাঁড় চুরি করে। সম্প্রতি ম্যালিবু শেভ্রোলেটের গাড়ির পেছনের জানালা দিয়ে মুখ বের করে থাকা একটি বাছুরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। পরে সেটি দেশটিতে ভাইরাল হয়ে যায়।
ফেসবুকে একজন লেখেন, ‘দামি গাড়িতে চড়ে গরুটি অন্তত খুশি।’
আরেকজন লিখেছেন, ‘ম্যালিবু গাড়িতে করে বিয়ের কনের মতো এসেছে বাছুর।’
পুলিশ বলছে, চুরি করা গবাদি পশু সীমান্তে বিক্রি করে দিতো সংঘবদ্ধ চোরের দলটি। আর গাড়িটিও চুরি করা।
জেনারেল মোটরসের আমেরিকান ব্র্যান্ড ম্যালিবু শেভ্রোলে উজবেকিস্তানে ভীষণ জনপ্রিয়। দেশটির বাজারে সবচেয়ে দামি গাড়ির মধ্যে অন্যতম এটি। বিলাস যাত্রায়ও অনেকেই এই গাড়ি ব্যবহার করেন।