বুধবার, ৬ই জুন, ২০১৮ ইং ২৩শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান করেছেন ভ্রাম্যমান আদালত 

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
এসময়  হকার্স মার্কেটের পাশে ড্রেনের উপর ও সড়ক বাজার গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পাররভিন। অভিযান চলাকালে পৌর হকার্স মার্কেটসহ সড়ক বাজারে বেশ কয়েকটি  অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভিন  বলেন, ড্রেনের উপর অবৈধ দোকান ও স্থাপনার কারণে বৃষ্টি হলেই পানি জমে যায়।আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি।
এদিকে অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছাড়াও পৌরসভার কর্মকর্তা, কাউন্সিরলরা উপস্হিত ছিলেন।
Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন টেলিভিশন সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে ভূমিকা রাখবে: খ.আ.ম রাশিদুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন নেতৃবৃন্দকে অভিনন্দন

ব্রাক্ষণবাড়িয়ায় সুবিধাবঞ্চিতদের নিয়ে ইফতার ও সেলাই মেশিন দিল উৎসর্গ ফাউন্ডেশন

আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে ২১ চালকের জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচান সভা

কসবায় ব্যাটারী চালিত অটোরিক্সা ছিনতাই চক্রের ৫ সদস্য আটক