এটাই বুঝি শাহরুখের আইসক্রিম অফারের ধরন!
বিনোদন ডেস্ক : শাহরুখ খান আর ক্যাটরিনা কাইফ এখন ব্যস্ত তাঁদের নতুনতম ছবি নিয়ে। দারুণ আকাঙ্ক্ষিত এই ছবিটির নাম ‘জিরো’। পরিচালনা করছেন আনন্দ এল রাই। আর এই দুই তারকা ভক্তদের এই ছবির নানা স্থিরচিত্র শেয়ার করে আপডেট রাখছেন ছবিটি সম্পর্কে।
সম্প্রতি বলিউড মহাতারকা শাহরুখকে দেখা গেছে একটি অদ্ভুত ছবির ফ্রেমে। যেখানে তিনি ক্যাটরিনার একটি ছবিকে আইসক্রিম অফার করছেন, মুখে দুষ্টুমিভরা হাসি। ঠিক তেমনটি, যা তাঁকে করতে দেখা গেছে ‘ডর’ ছবিতে, জুহি চাওলার বিপরীতে।
এটাই বোধহয় শাহরুখের আইসক্রিম অফরের ধরন!
নিজের ট্যুইটার হ্যান্ডেল শেয়ার করা ছবিটির ক্যাপশনে শাহরুখ লেখেন, কারণ তিনি বাস্তবে আইসক্রিম পছন্দ করেন না। তিনি ভীষণ পরিশ্রম করেন এবং এই বিষয়টি আমাকে আমার ‘ডর’ ছবির কথা মনে করিয়ে দেয়। যদিও এই ছবিটি আনন্দ এল রাই-এর ‘জিরো’। তোমার প্রতি ভালোবাসা….. ক্যাটরিনা।
উল্লেখ্য, ‘জিরো’ ছবিতে আরেকটি মুখ্য চরিত্রে আছে আনুশকা শর্মা। ছবিটি ২১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
এ জাতীয় আরও খবর

সৌদি বিমানবন্দরগুলোর নিরাপত্তায় ইসরায়েলি কোম্পানী

সুপারহিট নায়িকাদের যতো ‘প্রথম’

বিদেশি নর-নারী বিয়েতে নতুন শর্ত দিল সৌদি আরব

তনু হত্যার দুই বছর, বিচার দাবিতে মানববন্ধন
