ভারতের কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গুলি : নারী ও শিশুসহ নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কাশ্মীরে পাকিস্তানি সেনাদের ছোঁড়া গুলিতে পাঁচ জন কাশ্মীরী মারা গেছেন৷ রবিবার ভোরে কাশ্মীরের পুঞ্চ সেক্টরের বালাকোটে পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে ভারত।
ভারতীয় গণমাধ্যম জানায়, সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান৷ রবিবার ভোরে সীমান্তের ওপার থেকে ঝাঁকে ঝাঁকে গোলাবারুদ ছোঁড়া হয়। এতে পাঁচ জন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে তিনজন শিশু ও একজন নারী রয়েছেন। আহত হন আরো দুজন।
জানা গেছে, কোনোধরনের প্ররোচনা ছাড়াই গুলি ছোঁড়া হয়েছে। এই ঘটনায় পাঁচ জনের সাথে-সাথে মৃত্যু হয়েছে৷ সকলেই স্থানীয় বাসিন্দা এবং একই পরিবারের সদস্য৷
এদিকে, কাশ্মীরের ডিজিপি এসপি বৈদ জানিয়েছেন, আহতদের উদ্ধারে হেলিকপ্টার পাঠানো হয়েছে৷ একইসঙ্গে পাকিস্তানি সেনাদের পাল্টা জবাব দিতে শুরু করেছে ভারত৷ এখনও চলছে গোলাগুলি। সূত্র: এনডিটিভি