শামির সম্পর্কে তথ্য যাচাইয়ে বিসিসিআইকে চিঠি লালবাজারের
টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ শামির বিরুদ্ধে তাঁর স্ত্রী হাসিন জাহানের অভিযোগের সত্যতা যাচাই করতে বড়সড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ৷ লিখিত অভিযোগ পাওয়া মাত্রই একাধিক জামিন অযোগ্য ধারায়া মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল পুলিশ৷ সেই মতো লালবাজারের গোয়েন্দা বিভাগ চিঠি লিখে বিসিসিআই-এর কাছ থেকে শামি সংক্রান্ত তথ্য জানতে চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷
শামির সম্পর্কে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ ওঠা সত্ত্বেও বোর্ড আলাদা করে অনুসন্ধানের রাস্তায় হাঁটেনি৷ যদিও অভিযোগ ওঠা মাত্রই শামির কেন্দ্রীয় চুক্তি স্তগিত রেখেছে বিসিসিআই৷
হাসিন শুধু শামির বিরুদ্ধে একাধিন নারী সঙ্গের অভিযোগ আনেননি, বরং প্রকারান্তরে ম্যাচ গড়াপেটায় যুক্ত থাকারও ইঙ্গিত দিয়েছেন৷ যার মূলে রয়েছে পাকিস্তানি তরুণীর কাছ থেকে দুবাইয়ে টাকা নেওয়ার প্রসঙ্গ৷ একে পাক যোগ, তার উপর নগদ লেনদেনের প্রসঙ্গ ওঠায় বোর্ডের দূর্নীতি দমন শাখা চাইলে শামিকে জিজ্ঞাসাবাদ করতেই পারে৷ তাছাড়া টিম হোটেলে থাকাকালীন বোর্ডের টাকায় যৌনকর্মীদের সঙ্গে শামির রাত কাটানোর কথাও বলেছেন হাসিন৷ এই অভিযোগ কতটা সত্য তা যাচাই করতেই পারে বোর্ড৷ যদিও তারা এখনও পর্যন্ত তেমন কোনও রাস্তায় হাঁটেনি৷
কলকাতা পুলিশ অবশ্য নিজেদের উদ্যোগে দক্ষিণ আফ্রিকা থেকে দুবাই হয়ে শামির ভারতে ফেরার সম্পূর্ণ তথ্য জানতে চেয়ে বিসিসিআইকে চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছে৷ শামির গতিবিধি বোর্ডের জানা ছিল কি না, তাও খতিয়ে দেখছে লালবাজারের গোয়েন্দা বিভাগ৷
অন্যদিকে, ধর্ষণের অভিযোগের তদন্তে উত্তরপ্রদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশের একটি দল৷ শামির পরিবারের চার সদস্য অবশ্য হাসিনের পরিবারের সঙ্গে আলোচনায় বসতে কলকাতায় এসেছে৷ বিকালে হাসিনের আইনজীবির সঙ্গে তাঁদের বৈঠক হওয়ার কথা৷