সোমবার (১২ মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে মিরপুর ১২ নম্বরে অবস্থিত ওই বস্তিতে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এলাকাবাসী।
এ ঘটনায় হতাহতের খবরও নিশ্চিত করতে পারেননি কেউ। আগুন নিয়ন্ত্রণের পর এসব বিষয়ে জানা যাবে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়। বস্তিটিতে ৮ হাজার ঘর আছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। সূত্র: সময় টিভি