ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৯ নেতাকর্মী গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাসহ জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপির ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকাল থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার ৯টি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় তাৎক্ষনিকভাবে জানাতে পারে নি পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ ৯ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। জেলার সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।