শনিবার, ১০ই ফেব্রুয়ারি, ২০১৮ ইং ২৮শে মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

বিয়ের আগে যেসব বিষয় অবশ্যই জানা প্রয়োজন

লাইফ স্টাইল ডেস্ক : বিয়ে একটি পারিবারিক বন্ধন। এই বন্ধনে আবদ্ধ হতে প্রাপ্তবয়স্ক একজন ছেলে ও মেয়ের লিখিত চুক্তির মাধ্যমে শুরু হয় একসঙ্গে পথ চলা। কিন্তু এই পথচলা সব সময় সহজ হয় না।সংসারে বিভিন্ন বাধা-বিপত্তি তো আসতেই পারে। যারা মানিয়ে নিতে পারেন তাদেরই হয় সুখের সংসার।

সংসারযাত্রার দীর্ঘ পথ পাড়ি দিতে বুঝেশুনে চলতে হয়। শুধু ভালোবাসায় সংসার টেকে না। ভালোবাসার পাশাপাশি আরো অনেক কিছু জানার আছে। তাই বিয়ের আগে সম্পর্কের খুঁটিনাটি বিষয় জেনে নেওয়া ভালো।

চোখ রাঙালেই বিপদ

অবজ্ঞাসূচক আচরণ, চোখরাঙানি, আজেবাজে নামে ডাকা, ঠাট্টা, তুচ্ছতাচ্ছিল্য করলে সম্পর্ক টেকে না। সংসারে ভুল-বোঝাবুঝি বিপদ-আপদ তো আসতেই পারে।তাই চোখ রাঙাবেন না। সব সময় মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন।

আর্থিক বিষয়ে সতর্ক

সংসারে অভাব-অনটন দেখা দিলে অনেক সময় সংসার ভেঙে যায়।তাই বিয়ের আগে এ বিষয়ে সতর্ক থাকুন।

স্নেহ-আদর-ভালোবাসা

সঙ্গীকে সঙ্গ দিন তাকে ভালোবাসা দিয়ে জড়িয়ে রাখুন। সুখী দাম্পত্যের মূলে রয়েছে আদর-সোহাগ ও ভালোবাসা।

তর্ক-বিতর্ক

অনেক সঙ্গীর সঙ্গে তর্ক-বিতর্ককে বিরক্ত মনে করেন। কিন্তু মনে রাখবেন বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে একটু তর্ক-বিতর্ক হতেই পারে। এটা বরং সম্পর্কের জন্য ভালো।

দুজন দুজনের

সংসার মানে দায়িত্ব। বিয়ের পর সংসারের কোনো কাজ করব না বললে কি চলবে? মনে রাখতে হবে, কাজের ভাগাভাগি মানেই সম্পর্কের উন্নতি। ঘরের কাজ যত বেশি ভাগাভাগি করতে পারবেন, সম্পর্ক তত দৃঢ় হবে।