বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ১৫ সদস্যের দলে তারুণদের প্রাধান্য দেয়া হয়েছে। এই সংস্করণে কোনো ম্যাচ না খেলা আসিথা ফার্নান্দো, শেহান মাধুশাঙ্কা ও আমিলা আপনসো ডাক পেয়েছেন। অধিনায়কের দায়িত্ব পেয়েছেন দিনেশ চান্দিমাল। নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ইনজুরিতে ছিটকে যাওয়ায় দায়িত্ব পান পেলেন তিনি।
আগামী ১৫ ফেব্রুয়ারি মিরপুরে হবে প্রথম টি-টোয়েন্টি। ১৮ ফেব্রুয়ারি সিলেটে দ্বিতীয় শেষ টি-টোয়েন্টি।
টি-টোয়েন্টির শ্রীলঙ্কা দল: দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলকা, কুসল পেরেরা, থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকভেলা, দাসুন শানাকা, ইসুরু উদানা, শেহান মাধুশাঙ্কা, জেফরি ভান্ডারসে, আকিলা দনঞ্জয়া, আমিলা আপনসো, জিবন মেন্ডিস, আসিথা ফার্নন্দো।