ইতিহাস গড়ে প্রোটিয়াদের হারাল ভারত
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজে একের পর এক চমক দেখিয়ে চলেছে ইন্ডিয়া। কেপ টাউনে তৃতীয় একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১২৪ রানে পরাজিত করেছে ভারত। এই প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে একই সিরিজের তিনটি ওয়ানডে জিতল টিম ইন্ডিয়া।
প্রথমে ব্যাট করে ভারত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৩ রান তোলে। কোহলি অপরাজিত ১৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। শিখর ধাওয়ান করেন ৭৬ রান। দু’টি উইকেট নেন জেপি ডুমিনি।
জবাবে দক্ষিণ আফ্রিকা ৪০ ওভারে ১৭৯ রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ৫১ রান করেন ডুমিনি। অধিনায়ক মার্করাম করেন ৩২ রান। ২৫ রান করেছেন ডেভিড মিলার।
সিরিজে আরও একবার অপ্রতিরোধ্য দেখায় ভারতের রিস্ট স্পিনার জুটিকে। দু’জনে মিলে তুলে নেন বিপক্ষের আটটি উইকেট। চাহাল ও কুলদীপ দু’জনে ৪টি করে উইকেট ভাগ করে নিয়েছেন নিজেদের মধ্যে। ২টি উইকেট নিয়েছেন বুমরাহ।
ভারত ৬ ম্যাচের একদিনের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে আছে। আর একটি ম্যাচ জিতলেই প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতবে ভারত।