ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে পরীমনি
বিনোদন ডেস্ক : ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকায় অবস্থিত অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন।
পরীমনি এ তথ্য নিজেই জানিয়ে বলেন, আমি ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। শরীরে প্রচণ্ড ব্যথা ও দুর্বলতা অনুভব করছি। চিকিৎসকদের পরামর্শে ও তাঁদের তত্ত্বাবধানে রয়েছি। আমার জন্য দোয়া করবেন।
পরীমনি সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিষয়টি জানিয়ে শুভাকাঙ্ক্ষীদের আগামী ৫ দিন ফোন দিতে নিষেধ করেছেন।
সম্প্রতি পরীমনির বহুল আকাঙ্ক্ষিত ছবি অন্তর জ্বালা মুক্তি পায়। এই ছবিতে পরীমনির বিপিরীতে ছিলেন জায়েদ খান। ছবিটি আশানুরূপ ব্যবসা না করতে পারলেও নায়িকার চাহিদা কমেনি। অন্তর জ্বালা পরিচালনা করেছিলেন মালেক আফসারী।
ফেব্রুয়ারিতেই পরীমনির আরো একটি বহুল প্রত্যাশিত ছবি মুক্তি পেতে যাচ্ছে। গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নজ্বাল নামের এই ছবিতে পরীমনি শুভ্রা নামের একটি চরিত্রে অভিনয় করছেন।