রুটিন পরিবর্তনের দাবীতে মানববন্ধন (ভিডিও)
ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মনবাড়িয়া সরকারী অনার্স কলেজে পরীক্ষার রুটিন অবিলম্বে বাতিলের দাবীতে কলেজ প্রাঙ্গনে অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা মানব বন্ধন করেছেন। বুধবার সকালে অনার্স ৪র্থ বর্ষের কয়েকশ পরিক্ষার্থীরা মানব বন্ধনে অংশ গ্রহন করেন।
এসময় শিক্ষার্থীরা অযৌক্তিক রুটিন বাতিলের দাবীতে কলেজ প্রাঙ্গনে মিছিল করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন জিএম মহিউদ্দিন, জুবায়ের আলম, মোঃ আরমান, ছায়েদুর রহমান, মোঃ মহিউদ্দিন, রিয়াজ, সাদ্দাম, মেহেদী, শুভ্র রায়, তানজিনা, রুমা আক্তার প্রমুখ।
মানববন্ধনকারী ছাত্রছাত্রীরা জানান, ২০১৩-১৪ সালের ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন ২০ ফেব্রুয়ারী দেওয়া হয়েছে আবার একই সাথে ২০১৪-১৫ সালের ৩র্থ বর্ষের ফাইলান পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে।
আমাদের মাঝে অনেকেই আছে যারা মান-উন্নয়ন পরীক্ষা দেবে তাদের পক্ষে এই রুটিনে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। তাই আমাদের দাবী পরীক্ষার রুটিন পরিবর্তন করা হক।