তাইওয়ানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪, নিখোঁজ ৬০
আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের পর্যটন শহর হুয়ালিয়েনের কাছে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে বাড়িঘর বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এছাড়াও ২৪৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে শহরটির প্রায় ২২ কিলোমিটার উত্তর-পূর্বে দেশটির পূর্ব উপকূলে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।-খবর রয়টার্স।
সর্বশেষ তথ্যানুসারে ৬০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তাদের অধিকাংশ ধসেপড়া ভবনের নিচে আটকা পড়েছেন।
জীবিতদের উদ্ধারে জোর তৎপরতা চলছে। একটি বহুতল ভবনও ধসে পড়েছে। ভবনটি ৪০ ডিগ্রি কোণ করে ভূমিতে ঢুকে পড়েছে।
আহতদের মধ্যে চীনের মূল ভূখণ্ডের বাসিন্দা, চেক প্রজাতন্ত্র, জাপান, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার নাগরিকরা রয়েছেন।