তাইওয়ানের হুয়ালিন শহরে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪৫ জন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন প্রায় আড়াই শ। সূত্র: সিএনএন।মার্কিন ভূতাত্বিক জরিপের তথ্য অনুযায়ী, পূর্ব উপকূলের ২০ কিলোমিটার দূরে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।
বিভাগীয় পুলিশ জানিয়েছে, ভূম্পিকম্পের এ ঘটনায় রাস্তাঘাট, ব্রিজ ও ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। হুয়ালিন শহরের একটি আবাসিক হোটেল ধসে পড়েছে। আহত এবং নিখোঁজদের মধ্যে বেশিরভােই এই হোটেলের। কারণ বিশাল এই হোটেলে সবচেয়ে বেশি মানুষের বসবাস ছিল।
এছাড়াও ধসে পড়েছে আরো চারটি ভবন। ধসে পড়া ভবনগুলোর মধ্যে দুটি আবাসিক হোটেল ও একটি সামরিক হাসপাতাল রয়েছে।
অন্তত ৪ শ উদ্ধারকর্মী তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে উদ্ধার কাজ করে যাচ্ছে।