শনিবার, ১০ই ফেব্রুয়ারি, ২০১৮ ইং ২৮শে মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী ইতালি সফরে যাচ্ছেন রবিবার

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১১ ফেব্রুয়ারি ইতালি সফরে যাচ্ছেন। সেখানে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাড)-এর ৪১তম সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

আগামী ১১ ফেব্রুয়ারি ইতালির উদ্দেশ্য তিনি ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাড)-এর সম্মেলনে যোগ দেওয়ার সময় ১৩ ফেব্রুয়ারি ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এদিন বিকেলে ভ্যাটিকানের রাষ্ট্র প্রধান পোপ ফ্রান্সিসের সঙ্গেও বৈঠক করবেন। ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের বাণিজ্য, পরিবেশ, বিনিয়োগ, পর্যটন ও যোগাযোগ নিয়ে আলোচনা স্থান পেতে পারে।

সফরের শেষ দিনে ইতালির ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠকে মিলিত হতে পারেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে ইতালিতে বাসকারী বাংলাদেশের নাগরিকদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুতি নিচ্ছে। ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে রোমে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করা হবে।