এসএসসি পরীক্ষা: প্রথম দিনে অনুপস্থিত সাড়ে ৯ হাজার, বহিষ্কার ২৬
এসএসসি ও সমমানের অন্যান্য পরীক্ষা বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে সারাদেশে ৯ হাজার ৭৪২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া, সারাদেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে বহিষ্কৃত হয়েছে ২৬ জন শিক্ষার্থী।
শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবছর ১০টি শিক্ষা বোর্ডের তিন হাজার ৩৩৬টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ১৭ লাখ ৮৪ হাজার ২৭৫ জন পরীক্ষার্থী। বৃহস্পতিবার পরীক্ষায় উপস্থিত ছিল ১৭ লাখ ৭৪ হাজার ৫৩৩ জন। অনুপস্থিত ছিল ৯ হাজার ৭৪২ জন এবং বহিষ্কার হয়েছে ২৬ জন পরীক্ষার্থী।
ঢাকা শিক্ষা বোর্ডে দুই জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১৭ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।