বাঞ্ছারামপুরে গুড়ের কারখানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা
ফয়সল অাহমেদ খান, বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গুড় তৈরীর কারখানায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। সে সময় উপজেলার উজানচর বাজারে অজিত চন্দ্র নামক এক কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদলত। আজ সোমবার আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলমগীর হোসেন। এই সময় কারখানা থেকে ভেজাল গুড় তৈরির সাইট্রিক এসিড, রঙ, চিনি জব্দ করেন আদালত।
দৈনিক অামাদের ব্রাহ্মণ বাড়িয়ায় ডটকম পএিকায় গত ২৭ জানুয়ারি ভেজাল গুড় নিয়ে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। এবিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলমগীর হোসেন বলেন, উজানচর বাজারে ভেজাল গুড়ের কারখানা দেখে আমি হতবাক হয়েছি। পরিবেশ তো নোংরা ছিলই। চিনির সঙ্গে সাইট্রিক এসিড, রঙ, চিটাগুড় মিশিয়ে ভেজাল গুড় তৈরী করা হচ্ছিল।
অভিযানের সময় দুটি কারখানা তালাবন্ধ করা হয়েছে। এসব কারখানার মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নিতে থানা পুলিশকে বলা হবে।