শনিবার, ২৭শে জানুয়ারি, ২০১৮ ইং ১৪ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

আজকের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৫, ২০১৮

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে আগেই ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ। ফলে ম্যাচটি নিয়মরক্ষার হলেও জয়ের প্রত্যয় নিয়েই মাঠে নামবে টাইগাররা। অন্যদিকে, এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই লঙ্কানদের সামনে। কারণ বড় ব্যবধানে হারলেই বিদায় নিতে হবে হাথুরুসিংহের শিষ্যদের। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়।

এদিকে, টানা জয় অব্যাহত থাকায় আজ আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ। আবার আগেই ফাইনাল নিশ্চিত হওয়ায় পরীক্ষা-নিরীক্ষাও চালানো হতে পারে। সেক্ষেত্রে দু’একটি পরিবর্তন হতে পারে। অলরাউন্ডার নাসিরের পরবর্তে দলে ঢুকতে পারেন মোহাম্মদ মিঠুন। একই জায়গায় দেখা যেতে পারে মেহেদি হাসান মিরাজকেও। স্পিনার সানজামুল ইসলাম আগের ম্যাচে ভালো বল করলেও পরীক্ষা-নিরীক্ষার ম্যাচে সাইফউদ্দিনকে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সেক্ষেত্রে নাসিরের জায়গায় আসার সম্ভাবনা বেশি মিরাজের। তবে ব্যর্থ হলেও দীর্ঘদিন পর দলে ফেলা এনামুল হক বিজয়কে আজও একাদশে দেখা যেতে পারে।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য):
১. তামিম ইকবাল
২. এনামুল হক বিজয়
৩. সাকিব আল হাসান
৪. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক)
৫. মাহমুদউল্লাহ রিয়াদ
৬. সাব্বির রহমান
৭. নাসির হোসেন/মোহাম্মদ মিঠুন/মেহেদি হাসান মিরাজ
৮. মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক)
৯. সানজামুল ইসলাম/মোহাম্মদ সাইফউদ্দিন
১০. মুস্তাফিজুর রহমান
১১. রুবেল হোসেন।