শনিবার, ২৭শে জানুয়ারি, ২০১৮ ইং ১৪ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

৭ কলেজের শিক্ষা কার্যক্রম নিজ নিজ প্রতিষ্ঠানে

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৫, ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ৭ কলেজের ভর্তি কার্যক্রম আগামী বছর থেকে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে চলবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের সব কার্যক্রম নিজ নিজ ক্যাম্পাসে পরিচালিত হবে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো পরিচয়পত্র দেওয়া হবে না। তাঁরা আগের মতো নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরিচয়পত্র গ্রহণ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবা, পাঠাগার প্রভৃতির কোনোটিই ব্যবহার করার সুযোগ তাঁদের নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শুধু এ বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের জন্যই উন্মুক্ত। এ ছাড়া অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন পরীক্ষা, ভর্তিসহ ব্যাংকিং কার্যক্রম নিজ নিজ কলেজ বা সুবিধাজনক স্থানে অনুষ্ঠিত হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নয়।

পূর্বের অধিভুক্ত কলেজ এবং ইন্সটিটিউট নিয়ে সমস্যা হয়নি, এখন কেন? এমন প্রশ্নের জবাবে শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ৭ কলেজ অধিভুক্তির সিদ্ধান্ত অপরিকল্পিত হলেও সমস্যা সমাধানের সক্ষমতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান জানান, অধিভুক্ত হওয়া মানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মর্যাদা অক্ষুন্ন রেখেই অধিভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি কলেজ। এসব কলেজে অনার্স ও মাস্টার্স পর্যায়ে বর্তমানে এক লাখ ৬৭ হাজার ২৩৬ জন ছাত্রছাত্রী পড়াশোনা করছেন।

এর আগের অধিভুক্ত ১০৪টি কলেজ ও ইনস্টিটিউটের মোট শিক্ষার্থী ছিল ৪০ হাজার ৬৯৮ জন। একইসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষার্থী রয়েছে ৩১ হাজার ৯৫৫ জন। সব মিলিয়ে ২ লাখ ৮ হাজার ছাত্র-ছাত্রীর দায়িত্ব এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সূত্র: ডিবিসি টিভি নিউজ