শনিবার, ২৭শে জানুয়ারি, ২০১৮ ইং ১৪ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

জয়ের ধারা অব্যহত রাখতে চায় বাংলাদেশ

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৫, ২০১৮

স্পোর্টস ডেস্ক : আগেরদিন জিম্বাবুয়ের বিপক্ষে জেতার পর বুধবার বিশ্রাম পেয়েছেন তামিম-সাকিবরা। ফাইনালের আগে আজ গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ। টানা তিন ম্যাচ জিতেও নির্ভার থাকতে পারছেন না টিম ডিরেক্টর খালেদ মাহমুদ।

সিরিজের কোনো ম্যাচেই হারতে চায় না স্বাগতিকরা। ফাইনাল জেতার পরই স্বস্তির নিঃশ্বাস নিতে চান খালেদ মাহমুদ। কাল টিম হোটেলে তিনি বলেন, ‘এখনও আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। তাই এখনই নির্ভার হওয়ার কোনো সুযোগ নেই। এ ক’দিন আমাদের কোনো বিশ্রাম নেই।

তবে ক্রিকেটারদের একটি দিন অনুশীলনের বাইরে থাকার প্রয়োজন ছিল। আজ (বুধবার) ছেলেরা বিশ্রাম পেয়েছে।’ ফাইনালের আগে আগামীকালের (আজ) ম্যাচটা কি শুধুই প্রস্তুতির অংশ? খালেদ মাহমুদ বলেন, ‘টুর্নামেন্টে কোনো ম্যাচ হারতে চাই না, এটাই শেষ কথা।

কালকের (আজ) ম্যাচটা আমাদের কাছে ফাইনালের মতোই গুরুত্বপূর্ণ। আলাদা একটা ম্যাচ। প্রত্যেক ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’ তিনি যোগ করেন, ‘আমি এখনও সন্তুষ্ট নই।

বড় দল হতে গেলে আরও অনেক গুণাবলী লাগবে। সেটা আমরা জানি। আমরা এটা নিয়েও আলোচনা করি। সামনে লম্বা পথ পাড়ি দিতে হবে। সেই পথচলায় আমরা আরও কঠোর হতে চাই।’

তিনি বলেন, ‘গতকাল (মঙ্গলবার) সুযোগ ছিল মিডলঅর্ডার ব্যাটসম্যানদের প্রমাণ করার। সেটা হয়নি। বড় দলগুলো সেটাই করে। টপঅর্ডার ব্যর্থ হলে পরের ব্যাটসম্যানদের দায়িত্ব থাকে। আমি এখনও বিশ্বাস করি, এই দলে যারা আছে তাদের এরকম খেলার ক্ষমতা রয়েছে। যে কোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারলে আমরা বড় দল হব।’