শনিবার, ২৭শে জানুয়ারি, ২০১৮ ইং ১৪ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

ভারতের জনসংখ্যা ৬০০ কোটি!

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৫, ২০১৮

আন্তর্জাতিক ডেস্ক : সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে দেওয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে বসেন, গত ৩০ বছরে ২০১৪ সালে প্রথম ভারতের ৬০০ কোটি নাগরিক কোনও একটি রাজনৈতিক দলকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল। মোদি আরও বলেন যে, তার দল সকলের উন্নয়নের জন্য কাজ করছে। সবকা সাথ সবকা বিকাশই তাদের মূল মন্ত্র।

এর থেকেই বিতর্কের সূত্রপাত। কারণ ভারতের মোট জনসংখ্যা ১৩০ কোটি। ২০১৪ সালে ভোট দাতার সংখ্যা ছিল ৮১ কোটি। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রতিক্রিয়া আসতে শুরু করে।

দাভোসে বিশ্ব ফোরামের প্লেনারি সেশনে ভাষণ দেন নরেন্দ্র মোদি। উপনিষদ থেকে আধুনিক অর্থনীতি। আধুনিক বিশ্বের তিন প্রধান বিপদ। তুলে ধরেন নতুন ভারত ২০২২ এর ছবি। দাভোসের সম্মেলনে সব প্রসঙ্গই তুললেন ভারতের প্রধানমন্ত্রী। কিন্তু ভাষণ দেওয়ার সময় তার দেশের জনসংখা নিয়ে ভুল তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড় তুললেন মোদি।