শনিবার, ২৭শে জানুয়ারি, ২০১৮ ইং ১৪ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

উবার এখন যানজটের একটি বড় ফ্যাক্টর

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৫, ২০১৮

রাজধানীতে যানজটের কারণগুলো উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, যানজটের অনেক কারণ আছে। এর মধ্যে উবার এখন একটি বড় ফ্যাক্টর। এপর্যন্ত উবারে ৫০ হাজার গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে। দেখা গেছে, এরমধ্যে একজন কর্মকর্তার গাড়িও আছে। আগে তিনি অফিসে আসার পর  যে গাড়িটি পার্কিংয়ে থাকতো, সেটি এখন রাস্তায় উবারে পাঠিয়ে দেওয়া হয়। উবারে থাকার কারণে সারাদিন ওই গাড়িটি শহরে চলাচল করে। তাতে গাড়ির ফ্লো মারাত্মকভাবে বেড়ে গেছে। এটি যানজটের জন্য বড় একটি উপসর্গ হয়ে পড়েছে।’

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২তম বোর্ড সভায় তিনি এসব কথা বলেন। মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সভাপতিত্বে নগর ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

আছাদুজ্জামান মিয়া আরও বলেন, ‘ইতোমধ্যে আমরা বিআরটিএ’র চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। জনসেবার জন্য উবার চলবে। কিন্তু এর একটি নীতিমালা প্রয়োজন। কোন ধরনের গাড়ি, কত বছরের গাড়ি উবারে চলতে পারবে, সে বিষয়ে একটি নিয়ম থাকা দরকার। এখন নিয়মনীতি না থাকার কারণে পুরনো গাড়ি, লক্কড়ঝক্কড় গাড়ি উবারে রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে। একারণে যানজট পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।’

বিশ্বের বিভিন্ন দেশের যানবাহন ব্যবস্থাপনার কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘বিশ্বের কোনও দেশে আন্তঃজেলা গাড়ি সিটির ওপর দিয়ে চলাচল করে না। শুধুমাত্র আমাদের দেশে ব্যতিক্রম। দেখা গেছে, চট্টগ্রাম থেকে নর্থ বেঙ্গলের গাড়িও ঢাকার ওপর দিয়ে যাতায়াত করে। এ ধরনের রুট পারমিট চেঞ্জ করতে হবে। বিষয়টি আমরা বিআরটিএ ও সড়ক পরিবহনমন্ত্রীকে জানিয়েছি। ভবিষ্যতে তারা এধরনের রুট পারমিট দেবে না। আর বর্তমানে যেসব রুট পারমিট রয়েছে, আমাদের দাবি— সেগুলোকে কিভাবে সংশোধন করা যায়, তা দেখতে হবে।’ নগরীতে জলাবদ্ধতা বড় একটি সমস্যা। এটি নিয়ে সিটি করপোরেশন ও ওয়াসা কাজ করছে বলেও জানান তিনি।

পুলিশ কমিশনার আরও  বলেন,‘অবৈধ জায়গা দখল ও  রাস্তা দখলের বিষয়টি আমরা পর্যায়ক্রমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। আমি আমাদের ক্রাইম পেট্রোল ও ট্রাফিককে বলে দিয়েছি, কোনোভাবেই যাতে রাস্তায় একইঞ্চি জায়গাতেও হকার বসতে না পারে।’

পার্কিং এর বিষয়ে তিনি বলেন, ‘আরও একটি বিষয় হচ্ছে— আমরা সবখানে নো-পার্কিং দিয়ে রেখেছি। প্রতিদিন গাড়ি বাড়ছে। বড়ছে না রাস্তা। তাহলে নাগরিকেরা কিভাবে গাড়ি রাখবেন, কোথায় রাখবেন? আমরা বলেছি, অনলাইন গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা। আমার প্রস্তাব থাকলো, দুই সিটি মেয়র যেন ঘোষণা দিয়ে একটি টোকেন সিস্টেমের মাধ্যমে সড়কের একলাইনে অনলাইন পার্কিং চালুর ব্যবস্থা করেন।  আমি মনে করি, যানজট নিয়ন্ত্রণে এটি একটি কার্যকর ভূমিকা রাখতে পারে।’

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আমাদের বড় শত্রু দু’টি। একটি জঙ্গি, আরেকটি মাদক। জঙ্গি দমনে আমাদের সাফল্য এসেছে। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে।