গতকাল মঙ্গলবার সন্ধায় তুর্কি সামরিক বাহিনী এক বিবৃতিতে কুর্দি গেরিলা ও আইএস সন্ত্রাসী নিহত হওয়ার দাবি জানায়। এতে বলা হয়েছে, সফলতার সঙ্গে তুর্কি অভিযান এগিয়ে চলেছে। প্রকাশিত বিবৃতিতে তুর্কি সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল তুরস্কের এক সেনা নিহত হয়েছে। অভিযান শুরুর পর এ নিয়ে তিনজন তুর্কি সেনা নিহত হলো।
এদিকে, সিরিয়ার আফরিনে তুর্কি অভিযান নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে আলোচনা করেছেন। ফোনালাপে দু’নেতাই একমত হয়েছেন যে, সিরিয়া সমস্যার শান্তিপূর্ণ সমাধানে সহযোগিতা অব্যাহত রাখতে হবে। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন একথা নিশ্চিত করেছে। সূত্র : আনাদোলু এজেন্সি