রাজশাহীতে প্রথম আলোর বিরুদ্ধে দুই সাংসদের মানহানির মামলা
পাপন সরকার শুভ্র,রাজশাহী : রাজশাহীতে প্রথম আলোর বিরুদ্ধে মানহানির মামলা করলো দুই সংসদ সদস্য। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এমপি ওমর ফারুক চৌধুরী ও রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনের এমপি কাজী আবদুল ওয়াদুদ দারা বাদী হয়ে আলাদা মামলা দুটি দায়ের করেছেন।
রোববার সকালে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ গিয়ে প্রথমে জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এবং পরে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ দারা দন্ডবিধি ৪৯৯ ও ৫০০ ধারায় প্রথম আলোর বিরুদ্ধে মানহানির মামলার আবেদন জানান। তাদের পক্ষে আইনজীবী একরামুল হক আদালতে কাগজপত্র উপস্থাপন করেন।
জানা জায় দুটি মামলাতেই প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও রাজশাহীর নিজস্ব
প্রতিবেদক আবুল কালাম মুহাম্মদ আজাদকে আসামি করা।হয়েছে। বিকালে আদালতের
বিচারক মাহবুবুর রহমান মামলা দুটি আমলে নিয়েছেন।
প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি প্রথম আলোর প্রথম পাতায় ‘চাকরি-টাকায় বুদ সাংসদ
ওয়াদুদ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। প্রথম আলোর ঢাকা অফিসের
প্রতিবেদক সেলিম জাহিদ ও রাজশাহী অফিসের প্রতিবেদক আবুল কালাম মুহাম্মদ আজাদ প্রতিবেদনটি করেন। তবে এ মামলায় সেলিম জাহিদকে আসামি করা হয়নি।
অন্যদিকে গত ১৪ জানুয়ারি প্রথম আলোর প্রথম পাতায় ‘মাদকের পৃষ্ঠপোষকতায়
সাংসদের নাম’ শিরোনামে এমপি ওমর ফারুক চৌধুরীকে নিয়ে একটি সংবাদ প্রকাশ
করা হয়। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে প্রতিবেদক আবুল কালাম মুহাম্মদ
আজাদ সংবাদটি প্রকাশ করেন।
আদালতে এই দুই এমপি দাবি করেছেন, তাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ মিথ্যা।
সংবাদ দুটির কারণে তারা রাজনৈতিক, সামাজিক, পারিবারিক এবং অর্থনৈতিকভাবে
ক্ষতিগ্রস্থ হয়েছেন।