প্রতি সপ্তাহে এক মাইল করে গতি বাড়ছে মুস্তাফিজের
স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে সেই ধার আর নেই, বাঁহাতি কাটার মাস্টার ফুরিয়ে গেছেন। ইনজুরি থেকে ফেরার পর গত এক বছর ধরেই এমন কথা শোনা যাচ্ছে। টাইগার সমর্থকদের মনে তাই একটা শঙ্কা বাসা বেঁধেছে-এমন এক প্রতিভাকে কি হারিয়ে ফেললাম আমরা?
অনেকেই বুঝতে চান না, একটা চোট থেকে ফিরে পারফর্ম করা কতটা কষ্টকর। মুস্তাফিজের কাঁধের অস্ত্রোপচার হয়েছে, সেটার ধকল কত দিন পর্যন্ত থাকতে পারে সেই সম্পর্কে ধারণাই নেই অনেকের। এবার সেই ধারণাটা একটু দেয়ার চেষ্টা করলেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত কোচ রিচার্ড হ্যালসল।
বেসবল খেলোয়াড়দের এ ধরনের চোট হয়, সেখান থেকে স্বাভাবিক অবস্থায় ফিরতে দুই বছরও লেগে যায়-সবাইকে সেটা জানিয়ে দিলেন হ্যালসল, ‘যদি আপনি এলিট বেসবলের দিকে তাকান, অনেক পিচারেরই (খেলোয়াড়) এ ধরনের চোট হয়। পিচারদের ঘণ্টায় ৯০ মাইল বেগে থ্রো করতে হয়। চোট থেকে ফিরে এ গতিতে আসতে তাদের দুই বছরের মতো লাগে।’
সেই তুলনায় মুস্তাফিজের চোটের পর এখনও দুই বছর হয়নি। এখন প্রতি সপ্তাহেই তার বলের গতি বাড়ছে, জানিয়েছেন হ্যালসল, ‘আমার মনে হয়, মোস্তাফিজের চোটটা ১৮ মাস হয়েছে। এখন সে কাটার দিতে পারছে, ৮৫ মাইল গতিতে বল করছে। তার কাটার তো সবসময়ই দুর্দান্ত। তার গতিও প্রতি সপ্তাহে এক মাইল করে বাড়ছে। এটা তার কাটারকে আরও কার্যকর করবে। সে তার আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে।’


ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের সর্ব বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত ।
‘খানদের সাথে অক্ষয়ের তফাত কয়েক ইঞ্চির’
পাঁচ নারী আসছে ‘আমি ছুঁয়ে দিলেই’
সরকারি জায়গা দখলের চেষ্টায় আওয়ামীলীগ নেতার কারাদন্ড
মুস্তফা কামালের জায়গায় নাজাম শেঠি!
আজ ঢাকায় আসছেন ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী
এবার সাত চরিত্রে মোশাররফ
দুই সুন্দরীর ‘হয়তো তোরই জন্য’
আখাউড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক
জীবনবিমা কোম্পানিগুলো বেপরোয়া খরচ করছে
জেএমবির ভারপ্রাপ্ত আমির তাসনিমসহ আটক ৭
বিয়ে হয়ে গেল সাগর-শম্পার