সেঞ্চুরিয়নে পরাজয়ের মুখে ভারত
স্পোর্টস ডেস্ক : জয়ের জন্য সহজ লক্ষ্য সামনে। মাত্র ২৮৭। হাতে পুরো একদিন এবং আরও একটি সেশন পেয়েছিল বিরাট কোহলির দল; কিন্তু দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা এবং লুঙ্গি এনগিদির আগুনে বোলিংয়ের সামনে শুরুতেই লণ্ডভণ্ড হতে শুরু করেছে ভারতীয় ব্যাটিং।
সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্ক স্টেডিয়ামে জয়ের জন্য ২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে ভারত। আউট হয়েছেন মুরালি বিজয়, লোকেশ রাহুল এবং বিরাট কোহলি।
প্রথম ইনিংসে কোহলির ১৫৩ রানই বাঁচিয়েছিল ভারতকে। কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি আউট হয়ে গেলেন মাত্র ৫ রান করে। তাও, এলবিডব্লিউ আউট থেকে বাঁচতে দ্রুত বসে পড়ে স্থান ত্যাগ করেও বাঁচতে পারলেন না। আম্পায়ার আউটের আঙ্গুল তুলে দেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি।
মুরালি বিজয় আউট হন ৯ রান করে। লোকেশ রাহুল ৪ রান করে ফিরে যান। চেতেশ্বর পুজারা ১১ এবং পার্থিব প্যাটেল রয়েছেন ৫ রানে অপরাজিত। জিততে হলে এখনও ২৫২ রান করতে হবে ভারতকে। হাতে আছে ৭ উইকেট এবং একটি দিন বাকি।