এক পোস্টে জাকারবার্গের ‘ক্ষতি’ ৩৩০ কোটি ডলার!
প্রযুক্তি ডেস্ক : সর্বশেষ ফেইসবুক পোস্ট দেওয়ার পর মোটা অংকের অর্থ হারাতে হয়েছে ফেইসবুক প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে।
বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটির সহ-প্রতিষ্ঠাতা শুক্রবার এক পোস্টে বলেন, তিনি ব্যবহারকারীদেরকে প্রকাশনাগুলোর পোস্ট করা কনটেন্ট থেকে বন্ধু ও পরিবারের লোকজনের কনটেন্টের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। এই পোস্ট দেওয়ার পর ৩৩০ কোটি ডলার খসেছে জাকারবার্গের পকেট থেকে- বলা হয়েছে ব্লুমবার্গের প্রতিবেদনে।
শুক্রবার নিউ ইয়র্কে ফেইসবুকের শেয়ারমূল্য সাড়ে চার শতাংশ পড়ে যায় ব্লুমবার্গ বিলিওনেয়ার্স ইনডেক্সের হিসাবমতে, এর ফলে জাকারবার্গের মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৭৪০০ কোটি ডলার। বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় নিজের চতুর্থ স্থান হারিয়েছেন তিনি।
ওই পোস্টে জাকারবার্গ বলেন, প্লাটফর্মটির নিউজ ফিডে এখন থেকে ‘সংশ্লিষ্ট কনটেন্ট’-এর চেয়ে ‘অর্থপূর্ণ সামাজিক যোগাযোগ’ সম্পর্কিত কনটেন্টে বেশি প্রাধান্য দেওয়া হবে। এর ফলে সামাজিক মাধ্যমে মানুষের সময় ব্যয় কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। “কিন্তু আমি আশা করি ফেইসবুকে আপনি যে সময় ব্যয় করবেন তা আরও মূল্যবান হবে। আর আমরা যদি সঠিক কাজটি করে থাকি, আমি বিশ্বাস করি এটি দীর্ঘ মেয়াদে আমাদের সমাজ আর আমাদের ব্যবসায়ের জন্য ভালো হবে” মন্তব্য জাকারবার্গ-এর।