ঢাকা উত্তরে আতিকুলই আওয়ামী লীগের প্রার্থী
AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ১৬, ২০১৮
নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে ব্যবসায়ী নেতা আতিকুল ইসলামকেই বেছে নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আনিসুল হকের উত্তরসূরি হতে প্রচারে নামার পর আতিকুল বলেছিলেন, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের ইঙ্গিত পেয়েই মাঠে নেমেছেন তিনি।
রাজনীতিতে নবিশ আতিকের এক ভাই মো. তোফাজ্জাল ইসলাম সাবেক প্রধান বিচারপতি। তার আরেক ভাই মইনুল ইসলাম সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল।
মঙ্গলবার শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন বোর্ডের সভায় আতিকুলের প্রার্থিতা চূড়ান্ত হয়।
সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “ঢাকা উত্তরে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী হবেন আতিকুল ইসলাম।”