কিডনিতে পাথর জমার লক্ষণ
স্বাস্থ্য ডেস্ক : কিডনির পাথর জমা অতি পরিচিত একটি সমস্যা। এটি সাধারণত আকারে ছোট হয়ে থাকে। কিডনির ভিতরে কঠিন পদার্থ জমা হয়ে কিডনিতে পাথর হয়। সাধারণত খনিজ এবং অম্ল লবণ দিয়ে কিডনির পাথর তৈরি হয়। কিডনিতে বিভিন্ন কারণে পাথর হয়ে থাকে। তবে প্রস্রাব গাঢ় হলে তা খনিজগুলোকে দানা বাঁধতে সহায়তা করে এবং তা পাথরে রূপ নেয়।
যেহেতু কিডনিতে পাথর জমলে যে কারও জন্য তা ক্ষতিকারক হতে পারে একারণে এর উপসর্গগুলো সবারই জানা উচিত। কিডনিতে পাথর হলে পিঠে কিংবা পাজরের দুইপাশে, তলপেটে ব্যথা হয়, প্রসাবের পরিমাণ বেশি থাকে, প্রসাবের সময় ব্যথা হয়, ইউররিনের রঙ গোলাপি, লাল, বাদামি কিংবা গাঢ় রঙের হয়। জ্বর এবং বমি বমি ভাবও হয়।
এগুলোর সবগুলিই যে একজনের মধ্যে দেখা দেবে তা কিন্তু নয়। একেকজনের উপসর্গ একেকভাবে দেখা দেয়। এটা পাথরের আকৃতি এবং কিডনির কোন স্থানে জমেছে তার উপর নির্ভর করে।
কিডনিতে পাথর জমলে কেউ কেউ ঠিকমতো দাঁড়াতে, বসতে কিংবা শুয়ে থাকতে পারেন না। সবসময়ই অস্বস্তি বোধ করেন। পেটে অসহ্য যন্ত্রনা হয়। কারও কারও আবার প্রসাবে রক্ত দেখা দেয়।
কিডনিতে পাথর জমলে রক্ত, ইউরিন পরীক্ষা, এক্স রে , আলট্রাসাউণ্ডের মাধ্যমে রোগ নির্ণয় করা যায়। একারণে শরীরে উপসর্গগুলোর যেকোনটি দেখা দিলে এবং নিজের কাছে সন্দেহ লাগলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সূত্র : ওয়েবএমডি








প্রোটিয়াদের ১৯ রানে হারিয়েছে পাকিস্তান
রাজধানীতে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির আদেশ
ঢাবিতে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া কাল শুরু হচ্ছে
তামিম খেলবেন আজ
বাঙালি বিদিতার সাহসী দৃশ্যে মুগ্ধ নওয়াজ (ভিডিও)

আখের রস নাকি বেলের শরবত, কোনটি খাবেন
প্রভার গোপন তথ্য ফাঁস করলেন তার স্বামী!
নবীনগর আনসার-ভিডিপি কর্মকর্তার দুর্নীতি’র অভিযোগ- আনসার,ভিডিপি সদস্যদের সম্মানী ভাতার লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ
গণতন্ত্রের ভাষায় নয়, অস্ত্রের ভাষায় কথা বলছেন খালেদা : সেতুমন্ত্রী
আইএস প্রধান বাগদাদি অবরুদ্ধ!
ডায়াবেটিসে আক্রান্ত তারকারা