মঙ্গলবার, ১৬ই জানুয়ারি, ২০১৮ ইং ৩রা মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

মেয়েদের জন্য ৫টি বিউটি টিপস

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ১২, ২০১৮

লাইফস্টাইল ডেস্ক : নিজেকে ফ্রেশ এবং সুন্দর দেখতে কে না পছন্দ করে। ঘরের ভেতরে কিংবা একান্ত সময়ে নিজেকে নিয়ে ভাবেন অনেকেই। তখন চোখে পরে ত্বক এবং চুলের খুঁটিনাটি সমস্যাগুলো। ২৪ ঘণ্টা মেকআপ লাগানো ছাড়াও সুন্দর দেখানো যায় নিজেকে। এর জন্য প্রয়োজন নিজের প্রতি সামান্য যত্ন, যা আপনাকে রাখবে উজ্জ্বল এবং মসৃণ।

তাই আমরা নিয়ে এলাম এমন ৫টি সহজ বিউটি টিপস যা আপনার না জানলেই নয়,

• গ্রিন টি: গ্রিন টি ত্বক ও চুলকে সুন্দর রাখতে ভীষণ উপকারী। প্রতিদিন ২ থেকে ৩ কাপ গ্রিন টি খেলে বিভিন্ন ধরণের ত্বকের সমস্যা যেমন ব্রণ,প্যাচি স্কিন,ত্বক ফেটে যাবার সমস্যা ছাড়াও খুশকির মত সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। এটি ত্বক ও চুলকে ভেতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে।

• বাদামের তেল : ম্যাট লিপস্টিক লাগানোর কারণে আমাদের ঠোঁট শুষ্ক এবং খসখসে হয়ে যায়। তাই দিন শেষে বাড়ি ফিরে তুলার মধ্যে বাদামের লাগিয়ে সহজেই লিপস্টিক তুলে ফেলুন। বাদামের তেল ঠোঁটের শুষ্কভাব দূর করবে এবং ঠোঁট মসৃণ রাখবে।

• ভেসলিন : বাহিরে যাবার আগ মুহূর্তে দেখা যায়, সব কিছু ঠিক থাকলেও ভ্রু আকা বাঁকা হয়ে থাকে। তাই ঝটপট ভ্রু সেট করার জন্য সামান্য একটু ভেসলিন ভ্রুতে লাগিয়ে মসকারা ব্রাশ দিয়ে আঁচরে ফেলুন।

• নারিকেল তেল : চুলের ওপর দিয়ে কতোটানা ধকল যায়। কখনো স্ট্রেট, কখনোবা কার্ল। তাই চুলকে রুক্ষতার থেকে রক্ষা করার জন্য প্রয়োজন নারিকেল তেল। গোসলের আগে নারিকেল তেল দিয়ে চুল মাসাজ করে গোসল করে ফেলুন। এতে চুল মসৃণ এবং উজ্জ্বল থাকবে।

• পানি : বাহিরের ধুলাবালির কারণে হারিয়ে যাচ্ছে ত্বকের সৌন্দর্য। তাই দিনে কমপক্ষে ২ বার ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এতে ময়লা পরিষ্কার হয়ে যাবে এবং ত্বক ফ্রেশ দেখাবে।

এ জাতীয় আরও খবর

  • অন্য শারীরিক সম্পর্কের ফলে ব্র্যাড-অ্যাঞ্জোলিনার ডিভোর্স!অন্য শারীরিক সম্পর্কের ফলে ব্র্যাড-অ্যাঞ্জোলিনার ডিভোর্স!
  • পশ্চিম আফ্রিকায় আবারও ইবোলায়পশ্চিম আফ্রিকায় আবারও ইবোলায়
  • টেস্টেও এমন আক্রমণাত্মকই খেলতে চান সাব্বিরটেস্টেও এমন আক্রমণাত্মকই খেলতে চান সাব্বির
  • হেরে আরও ২ ওভার বোলিং করল বাংলাদেশহেরে আরও ২ ওভার বোলিং করল বাংলাদেশ
  • বদলে গিয়েছেন স্বামী বা স্ত্রী, হারিয়ে গেছে সুখ? জেনে নিন আপনি কী করবেন…বদলে গিয়েছেন স্বামী বা স্ত্রী, হারিয়ে গেছে সুখ? জেনে নিন আপনি কী করবেন…
  • নগ্ন শরীর অঙ্কন করে অভিনব প্রতিবাদ এই মডেলেরনগ্ন শরীর অঙ্কন করে অভিনব প্রতিবাদ এই মডেলের
  • ফোনের গায়ে মহাকাশফোনের গায়ে মহাকাশ
  • ‘দলে টিকে থাকা নিয়ে চলছে সুস্থ প্রতিযোগিতা’‘দলে টিকে থাকা নিয়ে চলছে সুস্থ প্রতিযোগিতা’
  • ঢাকায় সন্ত্রাসী হামলায় ইরানের নিন্দাঢাকায় সন্ত্রাসী হামলায় ইরানের নিন্দা
  • নবীনগরে মাদকবিরোধী দিনব্যাপী কর্মশালানবীনগরে মাদকবিরোধী দিনব্যাপী কর্মশালা
  • আখাউড়ায় কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি শুরুআখাউড়ায় কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি শুরু
  • লতিফ সিদ্দিকীর আসন শূন্য ঘোষণালতিফ সিদ্দিকীর আসন শূন্য ঘোষণা