মঙ্গলবার, ১৬ই জানুয়ারি, ২০১৮ ইং ৩রা মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

শীতের বিকেলে মাংস পুলি

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ১২, ২০১৮

লাইফস্টাইল ডেস্ক : তীব্র ঠান্ডায় গরম গরম পিঠা খেতে কে না পছন্দ করেন। পিঠা মানেই যে মিষ্টি কিছু হবে সেটা তো পুরনো কথা। তবে ঝাল পিঠা খেতে ইচ্ছুক খাদ্যরসিকের অভাব নেই। তাই চলুন আজ হিম হিম শীতের বিকেলে স্ন্যাকস হিসেবে ঝটপট বানিয়ে ফেলি মাংস পুলি। রেসিপিটি দেখে নিন-
উপকরণ
রান্না করা মাংস ১ কাপ, পেঁয়াজ কুচি ৩-৪টি, আদা-রসুন বাটা আধা চা চামচ, কাঁচামরিচকুচি ৩টি, ময়দা ২ কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, লবণ স্বাদমতো, পানি প্রয়োজনমতো, তেল ভাজার মতো, কালিজিরা সামান্য।
প্রণালি
প্রথমে শুরু করুন ময়দা মাখানো দিয়ে। ময়দায় লবণ, কালোজিরা ও বেকিং পাউডার মিশিয়ে পরিমাণমতো পানি দিয়ে রুটি তৈরির মতো ডো তৈরি করুন। এবার ঢাকনা দিয়ে ঢেকে গরম স্থানে রেখে দিন। এরপর চুলায় প্যান দিয়ে সামান্য তেল গরম করে আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিন এবং পেঁয়াজ দিয়ে নরম করে নিন। পেঁয়াজ নরম হয়ে এলে রান্না করা মাংস হাত দিয়ে চটকে ঝুরি করে প্যানে দিয়ে দিন এবং সাথে মরিচকুচি দিয়ে খানিকক্ষণ ভেজে নামিয়ে নিন। মেখে রাখা ডো থেকে ছোট ছোট বল তৈরি করে গোল পাতলা ছোট লুচির মতো তৈরি করে নিন। এরপর লুচির অর্ধেকটা অংশে ভেজে রাখা মাংস পুর হিসেবে দিন এবং বাকি অংশ ঢেকে অর্ধেক চাঁদের আকৃতি দিয়ে ভালো করে কিনার মুড়ে দিন। এভাবে পুরো ডো ও পুর দিয়ে পুলি তৈরি করুন। প্যানে ডুবো তেলে ভাজার জন্য তেল দিন এবং দুটি করে পুলি লালচে করে ভেজে কিচেন টিস্যুতে রেখে বাড়তি তেল ঝড়িয়ে নিন। এবার পছন্দ মতো চাটনি দিয়ে পরিবেশন করুন গরম গরম মাংসপুলি।

এ জাতীয় আরও খবর

  • হঠাৎটিউশন ফি দ্বিগুণ!হঠাৎটিউশন ফি দ্বিগুণ!
  • এবার চাকা ফাটলো বিমানের ফ্লাইটেরএবার চাকা ফাটলো বিমানের ফ্লাইটের
  • টাকা ও আইফোনের বিনিময়ে শুক্রানু দানের আহ্বান চীনেটাকা ও আইফোনের বিনিময়ে শুক্রানু দানের আহ্বান চীনে
  • সরাইলে কৃষি উপকরন বিতরন কার্ডের মূল্য ১০০ টাকাসরাইলে কৃষি উপকরন বিতরন কার্ডের মূল্য ১০০ টাকা
  • লন্ডনের বারে ঢুকতে দেয়া হলো না আলিয়াকেলন্ডনের বারে ঢুকতে দেয়া হলো না আলিয়াকে
  • পূর্ব ইউরোপে সৈন্য সংখ্যা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রপূর্ব ইউরোপে সৈন্য সংখ্যা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
  • মেক্সিকোর সমুদ্রসৈকতে এ কী করলেন সানি লিওন?মেক্সিকোর সমুদ্রসৈকতে এ কী করলেন সানি লিওন?
  • পর্ন ছবি দেখতে ভালোবাসেন যেসব হলিউড তারকাপর্ন ছবি দেখতে ভালোবাসেন যেসব হলিউড তারকা
  • ৯৭ উপজেলায় ভোটগ্রহণ শেষ: ৬টিতে বর্জন৯৭ উপজেলায় ভোটগ্রহণ শেষ: ৬টিতে বর্জন
  • বিজয়নগরে সাপ আতংকে দিন কাটাচ্ছে মানুষবিজয়নগরে সাপ আতংকে দিন কাটাচ্ছে মানুষ
  • লেটুসপাতার পাঁচ গুণলেটুসপাতার পাঁচ গুণ
  • হাসপাতালের আয়ার উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানবন্ধনহাসপাতালের আয়ার উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানবন্ধন