ব্রাহ্মনবাড়িয়ায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দু,পক্ষের সংঘর্ষে আহত ৮
বিশেষ প্রতিনিধি : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আয়োজিত সমাবেশে ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে ১০ আহত হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় শহীদ ধীরেন্দ নাথ দত্ত ভাষা চত্বরে জেলা আওয়ামীলীগ আয়োজিত সমাবেশের চলাকালে এ ঘটনা ঘটে। বক্তব্য চলাকালীন সময় ইন্ড্রাষ্ট্রিয়েল স্কুলের অপর পাশ থেকে একটি পক্ষ সমাবেশ স্থল লক্ষ্য করে বৃষ্টির মত ইটপাটকেল ছুড়তে থাকে।
এসময় সমাবেশের বিপুল সংখ্যক চেয়ার ছুড়ে ফেলার ঘটনা ঘটে। তবে বিদ্রোহী গ্রুপ হেলাল-শফিকুল আলম সমর্থিত নেতারা উপস্থিত ছিলেন না। হামলা পাল্টা হামলার সময় সমাবেশে আগত নেতা-কর্মীসহ সাধারন মানুষ আতংকিত হয়ে ছুটাছুটি শুরু করে। কিছুক্ষনের মধ্যেই সমাবেশ স্থল ফাকা হয়ে যায়।
আশপাশের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এতে সমাবেশের কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। আহত ৬ জন ব্রাহ্মনবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অন্যরা স্থানীয় ভাবে চিকিৎসা গ্রহন করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।