শুক্রবার, ১২ই জানুয়ারি, ২০১৮ ইং ২৯শে পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ

ম্যাথুজের অধিনায়কত্বে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ১০, ২০১৮

মাত্র ছয় মাস আগে পদত্যাগ করা অ্যাঞ্জেলো ম্যাথুজ আবারও শ্রীলঙ্কার সিমিত ওভারের ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে শ্রীলঙ্কা ক্রিকেট মঙ্গলবার আবারও ওয়ানডে অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে ম্যাথুজকে।

বারবার ইনজুরিতে পড়া ৩০ বছর বয়সী ম্যাথুজ গত জুলাইয়ে তিন ফর্মেটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর পর আবারও স্বপদে ফিরলেন।

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা জানান, নতুন কোচ চন্ডিকা হাথুুরুসিংহে ও নির্বাচকদের সঙ্গে একান্তভাবে আলোচনার পর বোর্ড ম্যাথুজকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বলেছে।

ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়কত্ব গ্রহণের আগে সিদ্ধান্ত নিতে তিনি কয়েক দিন সময় নিয়েছেন।

ম্যাথুজ বলেন, ‘এটা জাতীয় দায়িত্ব এবং দেড় বছর পর বিশ্বকাপের আগে আমাদের স্থিতিশীলতা দরকার। টেস্ট অধিনায়ক হিসেবে থাকছেন দিনেশ চান্ডিমাল।

সুমাথিপালা বলেন, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য ২০১৯ বিশ্বকাপের দলটিকে ম্যাথুজ প্রস্তুত করবেন বলে আশা করা হচ্ছে।
পুনরায় অধিনায়ক হিসেবে ফেরা ম্যাথুজের প্রথম অ্যাসাইনমেন্ট হবে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ সফর।

গত বছরের শেষ দিকে নিজ মাঠে দুর্বল জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হারার পর পদত্যাগ করেছিলেন এ অলরাউন্ডার।

বাংলাদেশ সফরে জিম্বাবুয়েসহ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

দল : অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুসকা গুনাথিলাকা, কুসল মেন্ডিজ, দিনেশ চান্ডিমাল, কুসল জেনিথ পেরেরা, থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকবেলা, সুরঙ্গ লাকমাল, নুয়ান প্রদীপ, দুশমন্ত চামিরা, শেহান মাদুশানাকা, আকিলা ধনঞ্জয়া, লক্ষন সান্দাকান এবং বানিদু হাসারাঙ্গা।