শুক্রবার, ১২ই জানুয়ারি, ২০১৮ ইং ২৯শে পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ

বইমেলার কারণে বছরের শুরুতে হোচট খেলো কলেজিয়েটের শিক্ষার্থীরা

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৯, ২০১৮

পাপন সরকার শুভ্র,রাজশাহী : নতুন বছরের শুরুতেই পাঠ গ্রহণ কার্যক্রমের ৮ দিবস ঝরে গেল রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের। গত ১ জানুয়ারি হতে ৮ জানুয়ারি পর্যন্ত কলেজিয়েট স্কুলের মাঠ জুড়ে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বই মেলার স্টলগুলোর কারণে ৮ দিনের স্বাভাবিক পাঠ গ্রহণ কার্যক্রম থমকে গেছে।

বিশেষ করে ৩য়, ৬ষষ্ঠ ও ৯ম শ্রেণিতে নতুন ভর্তির সুযোগ পাওয়া ছাত্র ও অভিভাবকগণ বেশী বিড়ম্বনায় পড়েছেন।

নাম প্রকাশ না করার সর্তে স্কুলের একাধিক শিক্ষক ও অভিভাবকরা বলেন, বই মেলার উদ্যোগটি খুব ভালো হলেও যাদের জন্য আয়োজন তারাই মূলত পিছিয়ে পড়ছে। প্রতিটা শ্রেনীর শিক্ষার্থীরাই মনে করেন, শিক্ষাঙ্গনের প্রতিযোগীতার বাজারে শুরুতেই তারা স্কুল ক্লাসে যেতে যে পরিমানে আগ্রহি হয়, পরে তা অনেকাংশেই কমে যায়।

আর এ আগ্রহের কারণেই অজানা বিষয়গুলো বছরের শুরুতেই শিক্ষার্থীরা জেনে যায়। কিন্তু
বছরের শুরুতেই শিক্ষার্থীদের এমন হোচট খাওয়ানো এক প্রকার মানষিক নির্যাতনও বটে।

অভিভাবকগণ মনে করেন, জেলা প্রশাসনের নিজস্ব কালেক্টরেট মাঠে এ আয়োজন হলে উপমহাদেশের প্রাচীনতম এ বিদ্যাপিঠের  শিক্ষার্থীরা বছরের শুরুতে নিয়মিত সমাবেশ ও ফুলটাইম পাঠ গ্রহণ কার্যক্রম হতে বঞ্চিত হত না।

ভবিষ্যতে জেলা প্রশাসনের এ ধরনের আয়োজন কালেক্টরেট মাঠে করবার
অনুরোধ জানিয়েছেন কলেজিয়েট স্কুলের ছাত্রসহ অভিভাবকগণ।

এ জাতীয় আরও খবর

  • আওয়ামীলীগ প্রার্থীর দুটি অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরাআওয়ামীলীগ প্রার্থীর দুটি অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
  • সরাইলে বিজয় দিবস পালিতসরাইলে বিজয় দিবস পালিত
  • ব্রাহ্মণবাড়িয়ায় ফাকা মাঠেই শেষ হলো ডিজিটাল মেলা তথ্য-তালাশে ক্ষিপ্ত সহকারী কমিশনারব্রাহ্মণবাড়িয়ায় ফাকা মাঠেই শেষ হলো ডিজিটাল মেলা তথ্য-তালাশে ক্ষিপ্ত সহকারী কমিশনার
  •  একজন শিক্ষক হতে চান কানহাইয়া,রাজনৈতিক নেতা নন একজন শিক্ষক হতে চান কানহাইয়া,রাজনৈতিক নেতা নন
  • খুব কঠিন পড়া মনে রাখার ৫টি দারুণ কার্যকরী কৌশলখুব কঠিন পড়া মনে রাখার ৫টি দারুণ কার্যকরী কৌশল
  • টস হেরে ব্যাটিংয়ে ভারতটস হেরে ব্যাটিংয়ে ভারত
  • খালি পায়ে হাঁটার যত উপকারিতা!খালি পায়ে হাঁটার যত উপকারিতা!
  • ফের মা হলেন ফারজানা ছবিফের মা হলেন ফারজানা ছবি
  • সুনির্দিষ্ট চাকুরী নীতিমালার দাবীতে নাসিরনগরে ফারিয়ার মানববন্ধনসুনির্দিষ্ট চাকুরী নীতিমালার দাবীতে নাসিরনগরে ফারিয়ার মানববন্ধন
  • এ,এস,এম বাতেন বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটির প্রথম ভিসিএ,এস,এম বাতেন বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটির প্রথম ভিসি
  • আহমদীয়া মসজিদে হামলার দায় স্বীকার করছে আইএসআহমদীয়া মসজিদে হামলার দায় স্বীকার করছে আইএস
  • চার পাঁচটা প্রেম না করলে আবার কীসের নায়ক!চার পাঁচটা প্রেম না করলে আবার কীসের নায়ক!