ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
তৌহিদুর রহমান নিটল,ব্রাহ্মণবাড়িয়া : শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও বিভিন্ন ভাতা প্রদানসহ ১১ দফা দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি সদর উপজেলা শাখা।
আজ মঙ্গলবার সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহনে আয়োজিত মানবন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি সদর উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ সাহেদ আলী। এ সময় বক্তব্য রাখেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোশাররফ হোসেন, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, শিক্ষক মোশাররফ হোসেন প্রমূখ।
বক্তারা তাদের দাবী দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিক্ষকবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।