জাতীয়করণসহ শিক্ষক-কর্মচারীদের ১১ দফা দাবিতে নাসিরনগরে মানববন্ধন ও সমাবেশ
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ,সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায় ৫% বার্ষিক প্রবৃদ্ধি,পূর্ণাঙ্গ উৎসব ভাতা,বাংলা নববর্ষ ভাতা,বাড়ি ভাড়া,চিকিৎসা ভাতাসহ শিক্ষক-কর্মচারীদের ১১ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলার শিক্ষক সমাজ। বাংলাদেশ শিক্ষক সমিতি নাসিরনগর উপজেলার উদ্যোগে আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি নাসিরনগর উপজেলার সভাপতি কাজী মাওলানা আতাউর রহমান গিলমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অরবিন্দু গোপের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবদুর রহিম, প্রধান শিক্ষক হাবিবুর রহমান শেখ, প্রধান শিক্ষক আবদুল লতিফ, প্রধান শিক্ষক সঞ্জিব কুমার দেব,প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ মোরশেদ হায়দার প্রমূখ।
মানববন্ধন ও সমাবেশ শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর কাছে দাবী সম্বলিত স্বারক লিপি প্রদান করা হয়। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।